ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমছে

স্টাফ রিপের্টার : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমতে শুরু করেছে। মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত এখনো প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট অব্যাহত রয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মহাসড়কে এই দৃশ্য দেখা গেছে।  ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনগুলো যানজটে আটকা রয়েছে। আটকাপড়া যানবাহন থেমে থেমে চললেও স্বাভাবিক হতে সময় লাগবে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

মির্জাপুরের সেন্ট্রি পোস্টের সার্জেন্ট জামাল হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে। এখন থেমে থেমে যানবাহন চলছে।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ও গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া শুক্রবার সারাদিনই থেমে থেমে বৃষ্টি এবং গর্তের কারণে মহাসড়কে গাড়ির গতি কম ছিল। ঈদের ছুটি শেষ হওয়ায় শুক্রবার দুপুরের পর থেকেই মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। একদিকে অব্যাহত গাড়ির চাপ অন্যদিকে মির্জাপুর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীর গতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।