অতি বৃষ্টি ও পাহাড়ি ঢল কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢল কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর মধ্যে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড থেকে রামু উপজেলার খুলিয়াপালং এলাকায় চার কিলোমিটার সড়কে অতিরিক্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে ওই সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও মেরিন ড্রাইভ সড়কে একটি স্থানে ভাঙন ও কয়েকটি স্থানে পাহাড়ি মাটি এসে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে কলাতলি মসজিদ এলাকার সড়কেও ভাঙনের সৃষ্টি হয়েছে। পাশাপাশি হিমছড়ি থেকে রেজু ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি মাটি এসে সড়ক ভরাট হয়ে গেছে।

কক্সকাজার জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেন বাংলানিউজকে জানান, প্রবল বর্ষণের কারণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে জলাবদ্ধাতার সৃষ্টি হওয়ায় ওই সড়কে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।