হুতি ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে তীব্র লড়াই, নিহত ২১

হুতি ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে তীব্র লড়াই, নিহত ২১

ইয়েমেনে হুতি বিদ্রোহী আর নির্বাসিত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি সমর্থক বাহিনীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ খবর দিয়েছে আলজাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার অ্যাডেন শহরের একটি তেল শোধনাগারে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। 

এতে ১৪ জন নিহত হয়। হামলাকারীরা তেল সংরক্ষণ ট্যাংকে মিসাইল ছোড়ে। এতে এর বড় অংশজুড়ে আগুন ধরে যায়। এদিকে. তাইজ শহরের উত্তরে নির্বাসিত প্রেসিডেন্ট মানসুর হাদি সমর্থকদের সঙ্গে হুতি বিদ্রোহীদের ব্যাপক লড়াই হয়। এতে ৭ হুতি যোদ্ধা নিহত হয় এবং আরও ১৬ জন আহত হয়। তবে সরকার সমর্থকদের পক্ষে কতজন যোদ্ধার প্রাণহানি হয়েছে তার পরিসংখ্যান পাওয়া যায়নি।-মজ