শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়রের বিরুদ্ধে মামলা

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়রের বিরুদ্ধে মামলা

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়রের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা শিক্ষা অফিসার মেহের উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ

জামালপুর প্রতিনিধি

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নাম ঘোষণার তালিকায় পৌরসভার নাম ৫ নাম্বারে রাখা নিয়ে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় জামালপুর পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা শিক্ষা অফিসার মেহের উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন পৌর মেয়রের হাতে হেনস্ত হওয়া ওই শিক্ষা কর্মকর্তা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের থাপ্পড় মারার ঘটনায় শিক্ষা কর্মকর্তার লিখিত আভিযোগ এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে শহীদ মিনারে বিজয় দিবসের অনুষ্ঠানে পুস্পস্তবক অর্পনে পৌরসভার নাম তালিকায় ৫ নাম্বারে ঘোষণা করায় উপস্থাপক শিক্ষা অফিসার মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে  থাপ্পড় মারেন পৌর মেয়র। শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের হাতে হেনস্তার ঘটনা খবর ছড়িয়ে পড়লে জেলায় তোলপাড় শুরু হয়। পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ'র বিচারের দাবি উঠে জেলার সরকারি কর্মকর্তাসহ সর্ব মহলে।   দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ বলেন, গালাগালিজ করেছিলাম। তবে তাকে শারীরিক লাঞ্চিত করা হয়নি। আমার নামে এ অভিযোগ সঠিক নয়। 

আরো পড়ুন- বিজয়ের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারলেন মেয়র

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/185150/শিক্ষা-কর্মকর্তাকে-থাপ্পড়-মারা-সেই-মেয়রের-বিরুদ্ধে-মামলা