রংপুর মহানগর ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
রংপুর মহানগর ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ
রংপুর প্রতিনিধিরংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে নগরীর দলীয় কার্যালয় সংলগ্ন গুপ্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর হাসান সুমন রংপুর নগরীর শাপলা চত্বর টার্মিনাল রোড হাজীপাড়া চামড়াপট্টি এলাকার আফজাল হোসেনের ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, নুর হাসান সুমন সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুপ্তপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে আরও দুই-তিনজন নেতা থাকলেও তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। সুমনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সু-চিকিৎসার দাবিতে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই কর্মসূচি পালনের দিনে পুলিশের সঙ্গে ছাত্রদল সভাপতি সুমনের বাকবিতণ্ডা হয় বলে দাবি সংগঠনটির নেতাকর্মীদের। তাদের অভিযোগ, হয়রানি করতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নুর হাসান সুমনেরর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দায়ের হওয়া আরও অন্তত ৬-৭টি মামলা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184042/রংপুর-মহানগর-ছাত্রদল-সভাপতি-গ্রেপ্তার