ঘরের ভেতর ৩ কেজি গাঁজা পেল পুলিশ

ঘরের ভেতর ৩ কেজি গাঁজা পেল পুলিশ

ঘরের ভেতর ৩ কেজি গাঁজা পেল পুলিশ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ

চাঁদপুর প্রতিনিধি

 

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে রবিউল (২৫) ও মনির ভূঁইয়ার ছেলে জহির ভূঁইয়া (২৬) দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রির জন্য রবিউল তার পরিবার নিয়ে বাড়ৈগাঁও গ্রামের জনৈক শফিকের মালিকানাধীন টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।

অভিযানের রাতে পুলিশ সেই টিনশেড ঘর থেকে তিন কেজি গাঁজাসহ তাদের দু'জনকে হাতেনাতে আটক করেন।

পরে আটককৃতদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৪ ডিসেম্বর (শনিবার) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183835/ঘরের-ভেতর-৩-কেজি-গাঁজা-পেল-পুলিশ