কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন
কুষ্টিয়ায় ৪৬ তম জাতীয় “বি” দাবা চ্যাম্পিয়নশিপ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ায় ৪৬ তম জাতীয় “বি” দাবা চ্যাম্পিয়নশিপ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়ামের সুইমিংপুল ভবনে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পর্ষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাবা উপ-পর্ষদের সাধারণ সম্পাদক ডাঃ রতন কুমার পাল।
এ দাবা প্রতিযোগীতায় ৬টি অঞ্চলে বিভক্ত করে খুলনা-বরিশাল বিভাগের দাবারুরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183639/কুষ্টিয়ায়-আন্তর্জাতিক-রেটিং-দাবা-টুর্নামেন্টের-উদ্বোধন