জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে ইরাবের শোক
জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে ইরাবের শোক
সংগঠনের পক্ষ থেকে ইরাব সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন শোকবাণী দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদকএকুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)। সংগঠনের পক্ষ থেকে ইরাব সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন শোকবাণী দিয়েছেন।
মঙ্গলবার এক শোকবাণীতে ইরাব নেতৃবৃন্দ বলেন, বরেণ্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে দেশের শিক্ষা পরিবারের যে ক্ষতি হলো, তা অপূরণীয়। শিক্ষা ও গবেষণা খাতে অনবদ্য অবদানের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও দক্ষতা ও নিষ্ঠার সাথে পালন করেছেন জাতির বাতিঘর হিসেবে পরিচিত এই গুণী শিক্ষাবিদ।
অধ্যাপক রফিকুল ইসলাম আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। ইরাব নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জার্নাল/একে/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/183416/জাতীয়-অধ্যাপক-ড.-রফিকুল-ইসলামের-মৃত্যুতে-ইরাবের-শোক