-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
সংবাদ পাঠিকা তৃণার বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ পাঠিকা তৃণার বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ পাঠিকা তৃণার বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শুক্রবার থানায় মামলাটি দায়ের করেন আইনজীবী গোলাম ফারুক মজুমদার (নিঝুম মজুমদার)।

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি দীপ্ত টেলিভিশনের সংবাদ পাঠিকা ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ফেসবুকে মিথ্যা তথ্য, অশালীন মন্তব্য এবং ছবি ব্যবহার করে আক্রমণাত্মক ও হুমকিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ওঠে। 

শুক্রবার থানায় মামলাটি দায়ের করেন আইনজীবী গোলাম ফারুক মজুমদার (নিঝুম মজুমদার)।

শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলা নম্বর-৭। আইনের ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২), ৩৫(২) ধারায় মামলা হয়েছে। মামলায় ডা. তৃণা ইসলাম ছাড়াও আসামি করা হয়েছে ফারজানা প্রিয়দর্শিনী আফরিন ওরফে ফারজানা আফরিন (৩৫), মেহেদি হাসান মুন্না (৩০) এবং এমডি ওবায়দুল্লাহকে (৩২)।

শেরেবাংলা নগর থানার ওসি উত্তম কুমার জানান, আমরা মামলায় উল্লেখিত অভিযোগ খতিয়ে দেখছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে গত ৪ নভেম্বর ডাক্তার তৃণা ইসলাম একটি মামলা করেন। ওই ঘটনার ১৭ দিনের মাথায় যৌতুক দাবির অভিযোগ এনে তৃণা ইসলামের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সংগীতশিল্পী এরশাদুজ্জামান।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/183734/সংবাদ-পাঠিকা-তৃণার-বিরুদ্ধে-এবার-ডিজিটাল-নিরাপত্তা-আইনে-মামলা