বিজেএমসির নতুন চেয়ারম্যান খায়রুল আলম
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
বিজেএমসির নতুন চেয়ারম্যান খায়রুল আলম
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখ।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজেএমসি’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আব্দুর রউফকে গত ১১ নভেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হাসনা জাহান খানমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/184815/বিজেএমসির-নতুন-চেয়ারম্যান-খায়রুল-আলম