ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
শনিবারের সূর্যগ্রহণই বছরের শেষ

শনিবারের সূর্যগ্রহণই বছরের শেষ

শনিবারের সূর্যগ্রহণই বছরের শেষ

শেষ সূর্যগ্রহণ শনিবার বাংলাদেশ সময় ১১টা ২৯ মিনিটে শুরু হবে, চলবে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। খবর হিন্দুস্তান টাইমসের।

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান করে তখনই যে গ্রহণ হয় তা হয় সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার বাংলাদেশ সময় ১১টা ২৯ মিনিটে শুরু হবে, চলবে বিকেল ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। খবর হিন্দুস্তান টাইমসের। 

বছরের শেষ সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় এমনটি হয় না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়।

আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকা থেকে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে। ভারত কিংবা বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। 

খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে। তবে চন্দ্রগ্রহণে এমন ঝুঁকি নেই।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183727/শনিবারের-সূর্যগ্রহণই-বছরের-শেষ