কিশোরী স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

কিশোরী স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

কিশোরী স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

সোমবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মিথ্যা অপবাদে বিতাড়িত হওয়ার পর শ্বশুরবাড়িতে পুনরায় ফিরে যেতে না চাইলে কিশোরী বধূ মারুফা আক্তারকে (১৪) গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের ১২ ঘন্টা পর রহস্য উদঘাটন করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। 

সোমবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ঘাতক স্বামী ইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এমদাদুল হকের ছেলে। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম জানান, শ্রীপুরের বরকুল গ্রামের নানার বাড়িতে থেকে মারুফা স্থানীয় বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। একই গ্রামের ইমন তাকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমেরে সম্পর্ক গড়ে উঠে। পরে প্রায় বছর খানেক আগে তারা একে অপরকে বিয়ে করে। ইমন কোনো কাজকর্ম না করায় তাদের দাম্পত্য জীবনে প্রায়ই বিবাদ লেগে থাকতো। সম্প্রতি ইমন মাওনা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেয়। গত কয়েকদিন যাবত মারুফা তার বাবার বাড়ীতেই ছিল। গত শুক্রবার দুপুরে ইমন তার শ্বশুর বাড়ী বেড়াতে যায়। রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে সকালে মেয়ের বাবা ঘুম থেকে উঠে ঘরে তার মেয়ের লাশ দেখতে পায়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন জানান, গত কয়েকদিন আগে শ্বশুর বাড়ীতে চুরি করার অপবাদ দিলে মারুফা রাগ করে প্রথমে নানীর বাড়ী এবং পরে বাবার বাড়ী চলে আসে। স্ত্রীকে পুনঃরায় ফিরিয়ে নিতে ইমন শুক্রবার দুপুরে তার শ্বশুর বাড়িতে যায়। এসময় মারুফাকে শ্বশুর বাড়ি ফিরে যেতে বললে সে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয় ইমন। এ ঘটনার পর রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত স্ত্রী মারুফাকে গলা টিপে হত্যা করে ইমন। পরে জানালা দিয়ে পালিয়ে যায় সে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়ের লাশ খাটের উপর পড়ে থাকতে দেখেন বাবা মাসুদ মিয়া। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার জানায়, মারুফাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করে শনিবার বেলা ১১টায় ঘাতক ইমন তার শ্বশুরকে জানায়। স্ত্রী মারুফাকে হত্যার পর সে নিজেও ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায় বলে জানায়।  

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ইমনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামী ইমনকে শ্রীপুরের বরমী ইউনিয়নের সাতখামাইর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ খুনের ঘটনায় মামলা দায়েরের পর ১২ ঘন্টার মধ্যে ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহ ও রহস্য উদঘাটন এবং মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/184033/কিশোরী-স্ত্রীকে-গলা-টিপে-হত্যা-স্বামীর-বিরুদ্ধে-চার্জশীট-দাখিল