ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
শাহজালালে বোমা সন্দেহে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে বোমা সন্দেহে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে বোমা সন্দেহে বিমানের জরুরি অবতরণ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রয়েছে বলে সন্দেহে মালয়েশিয়ান এয়ালাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণ ঘটেছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রয়েছে বলে সন্দেহে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণ ঘটেছে।

বুধবার ‘এমএইচ১৯৬’ ফ্লাইটটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ছে‌ড়ে আসে। পরে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ‌ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

বিমানবন্দর সূ‌ত্রে জানা গে‌ছে, মাল‌য়ে‌শিয়ান বিমানটি‌তে বোমা থাকতে পারে ব‌লে এক‌টি বার্তা পে‌য়ে‌ছেন তারা। পরে এটিকে জরুরি অবতরণ করানো হয়।

বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘আমরা এ ব্যাপয়ারে কাজ করছি। পরে এ ব্যাপা‌রে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন- ৬০ মিনিট চক্করের পর চট্টগ্রামে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183518/শাহজালালে-বোমা-সন্দেহে-বিমানের-জরুরি-অবতরণ