শাহজালালে সেই বিমানে বোমা পাওয়া যায়নি
শাহজালালে সেই বিমানে বোমা পাওয়া যায়নি
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রয়েছে বলে সন্দেহে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি।
বাংলাদেশ
জার্নাল ডেস্কঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রয়েছে বলে সন্দেহে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে বোমা পাওয়া যায়নি।
বুধবার দিবাগত গভীর রাতে তল্লাশি শেষে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালককে এ তথ্য জানিয়েছেন।
বুধবার ‘এমএইচ১৯৬’ ফ্লাইটটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ছেড়ে আসে। পরে রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মালয়েশিয়ান বিমানটিতে বোমা থাকতে পারে বলে একটি বার্তা পেয়েছেন তারা। পরে এটিকে জরুরি অবতরণ করানো হয়।
বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজটিতে তল্লাশি চালায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, কুয়ালালামপুর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরপরই দুই যাত্রী বোমা বহন করছে বলে খবর আসে।
এরপর ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183521/শাহজালালে-সেই-বিমানে-বোমা-পাওয়া-যায়নি