নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বুধবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র প্রতিনিধিবাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ২০২২-২০২৩ এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট শামসুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উক্ত নির্বাচনে ১টি মাত্র প্যানেল জমা পড়ে। তাই নির্বাচন কমিশন ঐ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিত ব্যক্তিরা হলেন- সভাপতি: ক্যাপ্টেন কারাম চৌধুরী, ১ম সহ-সভাপতি: সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, ২য় সহ-সভাপতি: ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট একেএম প্রিন্স আলম, কোষাধ্যক্ষ: অফিসার রাসেকুর মালিক, সহ-কোষাধ্যক্ষ: অফিসার মেহেদী মামুন, ইভেন্ট কোঅর্ডিনেটর: অফিসার সরদার মামুন, সার্জেন্ট-এট-আর্মস: অফিসার সোনিয়া বড়ুয়া, মিডিয়া লিয়াজো: ডিটেক্টিভ জামিল সারোয়ার, কমিউনিটি লিয়াজো: অফিসার মাহবুবুর জুয়েল, কার্রেসপন্ডিং সেক্রেটারী : ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/184381/নিউইয়র্কে-বাংলাদেশী-আমেরিকান-পুলিশ-অ্যাসোসিয়েশনের-নতুন-কমিটি