দলীয় প্রতীকে স্থানীয়ভাবে কোন অসুবিধা নেই

দলীয় প্রতীকে স্থানীয়ভাবে কোন অসুবিধা নেই

দলীয় প্রতীকে স্থানীয়ভাবে কোন অসুবিধা নেই

পলিয়ার ওয়াহিদ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী গোলাম কিবরিয়া মনি। তিনি যশোরের কেশবপুর উপজেলায় ৮নং সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন। বর্তমান দেশের রাজনীতি, নির্বাচন ও জনপ্রতিনিধি হিসেবে নিজের চিন্তা-ভাবনার কথা জানালেন তরুণ এই রাজনীতিবিদ। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলাদেশ জার্নাল-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় রাজনীতি ছাড়াও উঠে এসেছে তার নানান বিষয়। সাক্ষাৎকার নিয়েছেন পলিয়ার ওয়াহিদ।

বাংলাদেশ জার্নাল: কেন চেয়ারম্যান হতে চান? ইউনিয়ন পরিষদ ঘিরে আপনার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা কী?

গোলাম কিবরিয়া মনি: ৮ নং সুফলাকাটি ইউনিয়ন বাসীর সেবা করতে চাই ও মাদক ও সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত  সমাজব্যবস্থা ও  ডিজিটাল ইউনিয়ন গড়তে চাই

বাংলাদেশ জার্নাল: আগামী ৫০ বছর পর স্বপ্নের বাংলাদেশকে কেমন দেখতে চান?

গোলাম কিবরিয়া মনি: দারিদ্র্যমুক্ত সন্ত্রাস মুক্ত স্বাস্থ্যসেবার উন্নতি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, যোগাযোগ সেবার উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন আইনের সুশাসন  কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা।  

বাংলাদেশ জার্নাল: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ‘দলীয় প্রতীক’ স্থানীয় পর্যায়ে কী কী অসুবিধা তৈরি করছে বলে আপনি মনে করেন?

গোলাম কিবরিয়া মনি: দলীয় প্রতীকে স্থানীয়ভাবে কোন অসুবিধা নেই তবে প্রার্থীর সংখ্যা বেশী হচ্ছে।  

বাংলাদেশ জার্নাল: কেশবপুর কী জন্য বিখ্যাত? আপনার প্রিয় মানুষ কে? ও প্রিয় রং কী? 

গোলাম কিবরিয়া মনি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি ও খেজুরের গুড় ও কালো মুখো হনুমান। আমার প্রিয় মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ রত্ন শেখ হসিনা। প্রিয় রং লাল ও সবুজ। 

বাংলাদেশ জার্নাল: চেয়ারম্যান কিংবা কোনো পদবী ছাড়া কি সমাজসেবা কিংবা সমাজ সংস্কার করা যায়? আপনার মতামত কী?

গোলাম কিবরিয়া মনি: অবশ্যই যায় ।  

বাংলাদেশ জার্নাল: গত ৫ বছরে কোন ধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কী? জানালে খুশি হবো। 

গোলাম কিবরিয়া মনি: ছিলাম এবং আছি। 

বাংলাদেশ জার্নাল: আপনার ইউনিয়নে শিক্ষিত বেকার ও অশিক্ষিত যুবকদের নিয়ে আপনার ভাবনা কী?

গোলাম কিবরিয়া মনি: শিক্ষিত বেকার ও অশিক্ষিতদের কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা।

বাংলাদেশ জার্নাল: আপনি কি কোনো ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন? থাকলে সে সংগঠনের নাম, স্থাপিত ও কার্যক্রম কী?

গোলাম কিবরিয়া মনি: হ্যা অগ্নিবীণা যুব সংঘ, স্থাপিত ২০১১। ফুটবল , ক্রিকেট ও গ্রামীণ খেলা । 

বাংলাদেশ জার্নাল: আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে আপনার ধারণা কী? যদি আপনি নির্বাচিত না হন আপনার ভূমিকা কী হবে?

গোলাম কিবরিয়া মনি: আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইবার নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন বাসির কাছে বিতর্কিত ও তার কার্যকালাপে আচার ও আচরণে মানুষর অসন্তোষ প্রকাশ। নির্বাচিত না হলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। 

বাংলাদেশ জার্নাল: ‘সুফলাকাটি’ নামকরণের ইতিহাস কী? সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক সম্পর্কে কিছু বলুন।

গোলাম কিবরিয়া মনি: ইউনিয়ন পরিষদ সৃস্টির সময় যিনি দায়িত্ব ছিলেন তার বাড়ি ছিলো সুফলাকাটি গ্রাম আর এই কারণের ইউনিয়ন পরিষদের নাম সুফলাকাটি নির্ধারণ করেন। জনাব এ. এস. এইচ. কে সাদেক সাহেব কেশবপুরকে আওয়ামীলীগের ঘাটিতে পরিণত করেছেন। তিনি সৎ, নীতি ও আদর্শবান নেতা ছিলেন। তার জন্য কেশবপুরের অবহেলিত পশ্চাৎপদকে উন্নত করেছেন। আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মহলে পৌছে দিয়েছেন, যে কারণে তিনি ২০১০ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন, যেটি আমাদের কেশবপুর বাসি তথা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া গর্বের বিষয় বলে মনে করি। 

বাংলাদেশ জার্নাল: বাংলাদেশের ১০ জন বিখ্যাত রাজনীতিবিদের নাম বলুন, যাদের আর্দশে আপনি অনুপ্রাণিত হন?

গোলাম কিবরিয়া মনি: শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ ভাষানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ. এইচ. এম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম. মনসুর আলী, শেখ হাসিনা, জিল্লুর রহমান, এ. এস. এইচ. কে সাদেক। 

বাংলাদেশ জার্নাল: গত এক মাসে কোনো বই পড়েছেন? পড়লে লেখক ও বইটির নাম কী? মাইকেল মধুসূদন দত্ত কে, তার একটি বইয়ের নাম বলুন।

গোলাম কিবরিয়া মনি: পড়েছি, সুন্দর ব্যবহার, রাজিয়া মাহবুবের লেখায়। মাইকেল মধুসূদন দত্ত মহাকবি। তার একটি বইয়ের নাম হল কৃষ্ণকুমারী নাটক।

বাংলাদেশ জার্নাল: সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

গোলাম কিবরিয়া মনি: বাংলাদেশ জার্নাল ও আপনাকেও ধন্যবাদ।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/181318/দলীয়-প্রতীকে-স্থানীয়ভাবে-কোন-অসুবিধা-নেই