ক্রিকেট বোর্ড কর্মকর্তাকে বিয়ে করলেন মালালা

ক্রিকেট বোর্ড কর্মকর্তাকে বিয়ে করলেন মালালা

ক্রিকেট বোর্ড কর্মকর্তাকে বিয়ে করলেন মালালা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাকে বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ইংল্যান্ডের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসল পাকিস্তানি কন্যার বিয়ের আসর। পাত্রের নাম অসর মালিক।

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাকে বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ইংল্যান্ডের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসল পাকিস্তানি কন্যার বিয়ের আসর। পাত্রের নাম অসর মালিক।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজেই বিয়ের খবর জানিয়েছেন মালালা।

বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’

নোবেলজয়ীর বিয়ের আসর, তার উপর মালালা তাঁর জীবনযুদ্ধের জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত। তবে বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই।এমনকি বিয়ের সাজপোশাকে বাহুল্য ছিল না মালালার। পিচ রঙের সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ছিল ওড়না। 

মালালা লিখেছেন, ‘বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।’

স্বামী এবং বাবা-মায়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে মালালা লিখেছেন, ‘আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উত্তেজিত।’ সূত্র-আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/180955/ক্রিকেট-বোর্ড-কর্মকর্তাকে-বিয়ে-করলেন-মালালা