সংঘর্ষ রোধে নরসিংদী পুলিশের ব্যাতিক্রমী প্রচারণা
সংঘর্ষ রোধে নরসিংদী পুলিশের ব্যাতিক্রমী প্রচারণা
সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতা হয়েছে।
বাংলাদেশ
নরসিংদী প্রতিনিধিসদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতা হয়েছে। ঘটেছে প্রাণহানীর ঘটনাও। এনিয়ে দেশের সচেতন মহলে চলছে আলোচনা-সমালোচনা। প্রশাসন ও নির্বাচন সংশ্লিস্টরা সংঘাত ও সহিংসতা রোধে নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। তারই ধারাবাহিকতায় এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
সংঘাত ও সহিংসতা রোধে নরসিংদী পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট।
লিফলেটে লিখা আছে-
আঘাত কাকে করবেন? সে তো আপনার ভাই, বন্ধু বা প্রতিবেশী। হয়তো মৃত্যুর পর আপনার কফিনটা তিনিই কবরে শোয়াবেন। রাজনীতি আর ক্ষমতার চেয়ে মানবিকতা অনেক বড়।
জনগণের রায়ে ফলাফল যাই হোক, আসুন আমরা নির্বাচনী সহিংসতা না করার প্রতিজ্ঞা করি।
উল্লেখ্য, নির্বাচনের দিন নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল বাশঁগাড়ি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় অনেকে। এর আগে আলোকবালিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হন আরও ৩ জন। এতে আহত হয় অন্তত ৩০ জন।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182129/সংঘর্ষ-রোধে-নরসিংদী-পুলিশের-ব্যাতিক্রমী-প্রচারণা