দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইতিহাস গড়ে সুইডেনের প্রধানমন্ত্রী হওয়ার ১২ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক

ইতিহাস গড়ে সুইডেনের প্রধানমন্ত্রী হওয়ার ১২ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও অর্থমন্ত্রী ম্যাগডালেনা। যার ফলে সৃষ্টি হয় দেশটির নতুন ইতিহাস। মূলত তার সরকারের ওপর থেকে জোট সঙ্গী গ্রিন পার্টির সমর্থন প্রত্যাহার ও পার্লামেন্টে বাজেট অনুমোদন করাতে ব্যর্থ হওয়ায় নাটকীয়ভাবে তার এই পদত্যাগ। 

পদত্যাগের পর সাংবাদিকদের ম্যাগডালেনা বলেন, জোট সরকারের ওপর থেকে কোনো দল সমর্থন তুলে নিলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এটাই সুইডেনের সাংবিধানিক নিয়ম। এই নিয়ম মেনে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি। সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ একটি সরকারের নেতৃত্ব দিতে পারি না আমি।

তবে শিগগিরই আবারও প্রধানমন্ত্রী পদে ফেরার আশাবাদ ব্যক্ত  তিনি বলেন, আমি স্পিকারকে বলেছি, পদত্যাগ করছি। তবে একক দলের নেতা হিসেবে সরকারপ্রধানের পদে দ্রুত ফিরে আসবো।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/182735/দায়িত্ব-নেয়ার-কয়েক-ঘণ্টার-মধ্যে-সুইডেনের-প্রধানমন্ত্রীর-পদত্যাগ