কলাপাড়ার ৩ ইউনিয়নে নারীসহ ১৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

কলাপাড়ার ৩ ইউনিয়নে নারীসহ ১৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

কলাপাড়ার ৩ ইউনিয়নে নারীসহ ১৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

পটুয়াখালীর কলাপাড়ায় ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক নারীসহ ১৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক নারীসহ ১৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে চাকামইয়া ইউনিয়নে নারী প্রার্থী সহ ৬ জন, টিয়াখালী ইউনিয়নে ৪জন এবং নীলগঞ্জ ইউনিয়নে ৬জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

জানা যায়, চাকামইয়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: হুমায়ুন কবির কেরামত, বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্দ্র মোড়কে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: মকবুল হোসেন হাওলাদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন আবদুল জলিল হেলালী, বিএনপির স্বতন্দ্র মোড়কে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: মজিবর রহমান হাওলাদার, মো: বজলুর রহমান হাওলাদার, মোসা: খাদিজা আক্তার এলিজা।

অপরদিকে টিয়াখালী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন সৈয়দ মশিউর রহমান শিমু, বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্দ্র মোড়কে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন আবু হানিফ রেজা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: কামাল ফরাজী।

এদিকে নীলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: বাবুল মিয়া, বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্দ্র মোড়কে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: নাসির উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: আনোয়ার সিকদার, বিএনপি’র স্বতন্দ্র মোড়কে মনোনয়ন ফরম দাখিল করেছেন মো: আলাউদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন ও ছগির খান।

কলাপাড়া নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, আগামী ২৯ নভেম্বর মনোনয়ন ফরম বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

আবদুর রশিদ আরও জানান, আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে এক নারী প্রার্থী সহ ১৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/182848/কলাপাড়ার-৩-ইউনিয়নে-নারীসহ-১৬-চেয়ারম্যান-প্রার্থীর-মনোনয়ন-দাখিল