অতিরিক্ত পানি নিতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা!
অতিরিক্ত পানি নিতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা!
চুয়াডাঙ্গার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে।
বাংলাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে।
রোববার সকালে দর্শনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইদ্রিস আলীকে (৩৫) ঘটনার পরপরই আটক করেছে পুলিশ।
নিহত কদেবানু (৭০) শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, রোববার সকালে দর্শনা শ্যামপুর নিজ বাড়ির গোসলখানায় টিউবয়েলে ইদ্রিস আলী গোসল করছিল। এ সময় তার মা কদেবানু অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় কাঠ দিয়ে মায়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182378/অতিরিক্ত-পানি-নিতে-নিষেধ-করায়-মাকে-পিটিয়ে-হত্যা