অস্ট্রোলিয়া বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো

অস্ট্রোলিয়া বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো

অস্ট্রোলিয়া বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফর্ম ছিটে ফোঁটাও দেখাতে পারেনি টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তবে আগামী বছর অস্ট্রোলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ এমনটাই মনে করছেন ডমিঙ্গো। 

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডমিঙ্গো। 

টাইগারদের কোচ বলেন, আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।

ডমিঙ্গো আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-২০তে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।

এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। সাকিব দলে না থাকা বর ক্ষতি হিসাবে দেখছেন ডমিঙ্গো। তিনি বলেন, অবশ্যই এটি বড় ক্ষতি।  তাকে ছাড়া দলে ভারসাম্য আনা কঠিন, তখন ব্যাটার বা বোলারের দিকে যেতে হয়। এতে পার্ট-টাইম বোলারও খেলাতে হয়। অবশ্যই এটা দলের ভারসাম্যের জন্য এটি বড় ক্ষতি। তবে নেতৃত্ব এবং চাপের মধ্যে যেভাবে একটা স্থির পরিবেশ নিয়ে আসেন সেটিও হারিয়ে যায়। 

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/179982/অস্ট্রোলিয়া-বিশ্বকাপে-ভালো-করবে-বাংলাদেশ-ডমিঙ্গো