সাজ্জাদ সাঈফের গুচ্ছ কবিতা

সাজ্জাদ সাঈফের গুচ্ছ কবিতা

সাজ্জাদ সাঈফের গুচ্ছ কবিতা

সাজ্জাদ সাঈফের গুচ্ছ কবিতা

শিল্প-সাহিত্য ডেস্ক

।। অহংকার ।।

যেমন নদীর মধ্যে শীত কাঁটা দেয় গায়ে

তেমন তোমার ভঙ্গি, কলজে ছেঁড়ার

ছিঁড়ে, তোমার কাহার সাথে বলো বাহাস-ভার

কিসের রঙে, ভাঙ্গিয়ে হৃদয়, দিচ্ছো পুরস্কার?

দিঘি এখন শুকনা, বুকে, কিশোর বাছুর চড়ে

কিসের সে ঢং তোমায় সাজায় মিথ্যা অহংকারে?

।। সাঈফ ।।

ভিতর থেকে কেউ আটকে রাখে হৃদয়ের দরোজা, নিজের; হাঁটতে হাঁটতে ফুল, হাঁটতে হাঁটতে পরিচিতি আমাদের; নভোলোকে বাতাস কেমন থির!

কি-রকম হাসিখুশি ছিলো মুখ, আজ শুধু তোমার ফটোরা জানে!

মেঘে মেঘে ফুরিয়ে যাচ্ছে নাম, সাড়া নেই কারো!

যেভাবে নিরবতা পায় অদৃষ্টের মর্যাদা, যে সিঁড়ি বেয়ে মেলে কাঞ্চন সুর; আমাদের ততখানি শিশুকাল আঁকা শ্লেট, শূন্যে মিলিয়েছে নাকি?

ভিতর থেকে আটক সকলে ডাকে, নিজ নামে নিজেদের; শহরের সামনেই ঘুটি চেলে দিয়ে, এদিকে চেয়ে থাকা শ্যামলিমা কে হয় তোমার বলো!

গলা খাকারি দিয়ে কান ঘেঁষে যায় মহাসড়কের রাত!

কোনোদিন বাতাস ঝরোকা মিলে, খোঁজ নেয় দরোজায়;

একলা কেনো তুমি? দৃঢ় লাগে নাকি সাঈফ?

কখনো বায়োস্কোপের ভিতর থেকে তোমাকে ডাকবার স্মৃতি কেনো তরতাজা লাগে, কবিতারা জানে নাকি সেইসব?

।। আকাশ স্বাধীন ।।

মানুষে মানুষে মিল্যা মিশ্যা জ্যাম

মাথার সামনে মাথা, চোখের সামনে চোখের হরিণ থামে;

তোমার যেমন দশটা ওজর আমারে ভুলবার, মাঠের ধারের দশটা প্রহর জমতে থাকে চোখে, ঝাপসা লাগে;

যেন আজ হাত নাই, আজ পাও নাই, আজ বুকের ভিতর নাই হৃদপিন্ড কারো; মানুষের সামনে মানুষ কোনো গেম খেলতেছে সব, অনন্ত মশকরা পেয়ে উঁচা হয়  মানুষের হাঁটা, এক জীবনে যে কোনো জুয়ার দানই পায়ের ছাপ ধুলায়-ধবল করে নাকি রঙে!

সকল গায়ে বিঁধে রয় তারকাতিথির আলো, ভুলে থাকা ভালো নাকি আঘাত-অনিশ্চয়, এক জন্মে!

দেখো, রাত শেষ, দিন শেষ আর রাজধানী তার সকল বিজয়ের কেচ্ছা থামা দিয়া চুপ; আকাশ স্বাধীন; নাকি এইটেই কারণে তারও খোয়া গেছে জব?

।। গণতন্ত্র ।।

আমাদের সিনা বাঁকা হয়ে গেছে, এই দুনিয়ায়, অথই নিরোগ দশা যেন

বাস্তব কিছুই নাই আর কতদিন হয়ে গেলো, আঁধারের রং হলো প্রিয় ব্রক্ষ্মান্ডের‌ও!

কত রক্ত

কত কালশিটে জমে গিয়ে

ঝিম ধরে আছে মানচিত্রে!

শোকের‌ও স্থিরতা নির্বাসিত সারাটি গ্রহে;

আর সেলফি তোলা শেষ করে, ঘরে বসে বসে গজরায় সুশীল সমাজ!

যে-রকম চুমুক দিয়া গোটা সূর্যরেই যেনো কেউ আকাশ নামের নীল সাগর থিকা গিলে ফেলতেছে তার শিল্পে, ধর্মের গায়ে যুদ্ধের বর্ম, একে অন্যের দিকে চায় আড়চোখে, টেরে; বাঁকা সিনাঅলা জাতির জন্য এগুলাই স্বাভাবিক নয় কি ববি?

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/literature-and-culture/181440/সাজ্জাদ-সাঈফের-গুচ্ছ-কবিতা