সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ মহাব্যবস্থাপকের পদোন্নতি

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ মহাব্যবস্থাপকের পদোন্নতি

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ মহাব্যবস্থাপকের পদোন্নতি

অর্থ-বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র মালিকানাধীন ১০ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়। 

উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রাপ্তদের তালিকা

বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক নিরঞ্জন চন্দ্র দেবনাথকে ওই ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমানকে সোনালী ব্যাংকের ডিএমডি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানের ডিএমডি, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সঞ্চিয়া বিনতে আলী প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ ওই ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের মো. আ. রহিম বেসিক ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান খান সোনালী ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মো. মাহবুবর রহমান সোনালী ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের বেগম ওয়াহিদা বেগম আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন ওই ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের মো. শওকত আলী খান ওই ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের খান ইকবাল হোসেনকে একই ব্যাংকের ডিএমডি, জনতা ব্যাংকের মো. কামরুল আহছান ওই ব্যাংকের ডিএমডি, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম একই ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ডিএমডি, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক বেগম সালমান বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি, বেসিক ব্যাংকের আবু মো. মোফাজ্জেল ওই ব্যাংকের ডিএমডি এবং অগ্রণী ব্যাংকের মো. মনিরুল ইসলামকে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯’ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/179986/সরকারি-ব্যাংক-ও-আর্থিক-প্রতিষ্ঠানের-২১-মহাব্যবস্থাপকের-পদোন্নতি