ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ ও গফরগাঁওয়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের তমিজ উদ্দিনের স্ত্রী হালিমা খাতুন (৬৫) এবং গফরগাঁওয়ের নাজির আহমেদ (৭০)।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, রেলস্টেশন এলাকায় রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নাজির আহমেদ নামে একজনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির মিয়া জানান, রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ভুইঁয়ার পাম্প এলাকায় বৃদ্ধা হালিমা খাতুন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182857/ময়মনসিংহে-পৃথক-দুর্ঘটনায়-নিহত-২