রাজশাহী মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কামাল
রাজশাহী মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কামাল
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদকরাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন দলের প্রেসিডিয়াস সদস্য মনোনীত হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল।
শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামালকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ায় দলের সভাপতি শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মাদ আলী কামাল।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে বলা হয়, ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।
চিঠিতে ওবায়দুল কাদের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাকে আন্তরিক অভিনন্দন ও তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/183060/রাজশাহী-মহানগর-আ.লীগের-ভারপ্রাপ্ত-সভাপতি-মুক্তিযোদ্ধা-কামাল