জীবন্ত উটপাখি নিয়ে প্রচারণায় প্রার্থীকে শোকজ
জীবন্ত উটপাখি নিয়ে প্রচারণায় প্রার্থীকে শোকজ
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে জীবন্ত উটপাখি নিয়ে প্রচারণা চালানোর অভিযোগে নির্বাচন কমিশন সোমবার এক কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে জানানো হয়, কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এ নির্বাচনে উটপাখি প্রতীক বরাদ্ধ পেয়েছেন। তিনি প্রতিদিনই এলাকায় তার প্রতীকের প্রচারণা করতে জীবন্ত উটপাখি ব্যবহার করছেন। যা বিভিন্ন পত্রিকায় সোমবার প্রচারিত হয়েছে। যা পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫এর ১০বিধির সুষ্পষ্ট লঙ্ঘন।
এ বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা এবং চূড়ান্ত পর্যায়ে প্রার্থীতা করা হবে না। এ ব্যাপারে নোটিশ প্রাপ্তির ২৪ঘন্টার মধ্যে তাকে সুষ্পষ্ট ব্যাখা দিতে বলা হয়েছে।
বিষয়টি জানতে প্রার্থীর কাছে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182504/জীবন্ত-উটপাখি-নিয়ে-প্রচারণায়-প্রার্থীকে-শোকজ