হাফ পাশের সুবিধা পাবে আইডি কার্ডধারী জবি শিক্ষার্থীরা

হাফ পাশের সুবিধা পাবে আইডি কার্ডধারী জবি শিক্ষার্থীরা

হাফ পাশের সুবিধা পাবে আইডি কার্ডধারী জবি শিক্ষার্থীরা

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সদরঘাটগামী বাস মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি

সদরঘাটগামী সকল বাসে আইডি কার্ড দেখানো সাপেক্ষে হাফ ভাড়া দেওয়ার সুবিধা পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সদরঘাটগামী বাস মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সূত্র থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বাসে হাফ ভাড়া দিতে পারবে। আর সর্বনিম্ন ভাড়া অর্থাৎ ক্যাম্পাস থেকে গুলিস্তান যেতে পাঁচ টাকা দিতে হবে। আর বাসে কোনো ধরনের সমস্যা হলে কিংবা অসৌজন্যমূলক আচরণ করলে প্রক্টর অফিসে অথবা বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সঙ্গে সঙ্গে জানাতে হবে। 

বৈঠকের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক সম্পন্ন হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এখন থেকে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে পারবে। পরিবহনগুলোও হাফ ভাড়া নিবে। আর কেউ কারো সঙ্গে খারাপ আচরণ করলে অথবা মতের বিরোধ হলে আমাদের পুলিশ ফাঁড়িতে বা প্রক্টর অফিসে সঙ্গে সঙ্গে জানাতে হবে। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা।’

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/182617/হাফ-পাশের-সুবিধা-পাবে-আইডি-কার্ডধারী-জবি-শিক্ষার্থীরা