কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

কক্সবাজারের রামুতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. ইকবাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. ইকবাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইকবাল রামুর মধ্যম মেরংলোয়া গ্রামের মৃত হাজি শফির ছেলে। 

তিনি ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার দুপুরে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান।

মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুরের দিকে চেকপোস্টে কক্সবাজারমুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী সিএনজি চালক ইকবালকেও আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিটিও। সিএনজিসহ মো. ইকবালকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক ইকবালের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180471/কক্সবাজারে-ইয়াবাসহ-মেম্বার-প্রার্থী-আটক