ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
ছাদ বাগানে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ

ছাদ বাগানে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ

ছাদ বাগানে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ মওকুফ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ‘রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস’ শীর্ষক কারিগরি-প্যারালাল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় যেসব ভবনে ছাদ বাগান করা হবে সেসব ভবন মালিকদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

সোমবার রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ‘রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস’ শীর্ষক কারিগরি-প্যারালাল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, অপরিকল্পিত এই ঢাকাকে সবুজায়নের মাধ্যমে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তুলতে হবে। বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই ডিএনসিসির পক্ষ থেকে শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্মসনদের সঙ্গে জিও ব্যাগে একটি করে গাছের চারা উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরোও বলেন, ডিএনসিসি এলাকায় যেসব ভবনে ছাদ বাগান করা হবে সেসব ভবন মালিকদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমান বাংলাদেশ বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের জন্য যথোপযুক্ত স্থান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন দেশে প্রথমবারের মতো গ্রিনবন্ড চালু করবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183304/ছাদ-বাগানে-ডিএনসিসির-হোল্ডিং-ট্যাক্স-১০-শতাংশ-মওকুফ