হাতিয়ার ভাসানচর থেকে অবৈধ দোকান উচ্ছেদ

হাতিয়ার ভাসানচর থেকে অবৈধ দোকান উচ্ছেদ

হাতিয়ার ভাসানচর থেকে অবৈধ দোকান উচ্ছেদ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস ও স্টেশনারী) মংচিংনু মারমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

মংচিংনু মারমা বলেন, ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারের সামনে থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দুই মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে ওইসব স্থানে পুনরায় না বসার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। গত বছরের ডিসেম্বর থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179993/হাতিয়ার-ভাসানচর-থেকে-অবৈধ-দোকান-উচ্ছেদ