ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মাঠে নামবে আজ।

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মাঠে নামবে আজ। শুক্রবার সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

এদিকে আইসিস টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আবারো মাঠে ফিরে বাংলাদেশ। এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কয়টি  হেরে ব্যাকফুটে টিম বাংলাদেশ। 

টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। পাকদের বিপক্ষে  এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র বাদে সবগুলোই জিতেছে পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে আসা সিরিজে টেস্টটি ড্র হয়েছিলো। ড্র হওয়া টেস্টে ২০৬ রান করেছিলেন তামিম। যা টেস্টে বাংলাদেশের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 

বাংলাদেশ জার্নাল/এমএম/আইএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/182859/টস-জিতে-ব্যাটিংয়ে-বাংলাদেশ