-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
লক্ষ্মীপুরে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৯৯ জনের

লক্ষ্মীপুরে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৯৯ জনের

লক্ষ্মীপুরে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৯৯ জনের

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯৯ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৭৮০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের শোডাউন নিয়ে নির্বাচন অফিস ও উপজেলা অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন। 
 
এদিন বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক বাদল, উত্তরজয়পুর ইউনিয়নে মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভবানীগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ১১জন, উত্তর জয়পুর ইউপিতে ৮ জন ও হাজিরপাড়া ইউপিতে ৬জন সহ মোট ৯৯জন চেয়ারম্যান প্রার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন। বাছাই আগামী ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর।
 
বাংলাদেশ জার্নাল/এএম
© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182854/লক্ষ্মীপুরে-১৫-ইউপিতে-চেয়ারম্যান-পদে-মনোনয়নপত্র-জমা-৯৯-জনের