প্রেসক্লাবে বিএনপির সমাবেশ চলছে
প্রেসক্লাবে বিএনপির সমাবেশ চলছে
খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ...
নিজস্ব প্রতিবেদকখালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করছে বিএনপি।
সোমবার সকাল পৌনে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রেসক্লাবে সমাবেত হতে শুরু করেন। মিছিল থেকে তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকার কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনীসহ অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
কেএস/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/182395/প্রেসক্লাবে-বিএনপির-সমাবেশ-চলছে