রাত পোহালেই তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
রাত পোহালেই তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
রোববার তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণ হবে।
নিজস্ব প্রতিবেদকরাত পোহালেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে প্রথম দুই ধাপের নির্বাচনের আগে-পরে যে মাত্রায় সহিংসতা দেখা গেছে, তাতে এবারও অজানা শঙ্কা রয়েছে জনমনে।
রোববার তৃতীয় ধাপে ১ হাজার ৭টি ইউপির নির্বাচনে ভোটগ্রহণ হবে। বিভিন্ন কারণে স্থগিত হয়েছে ৭টি ইউপির ভোট। রোববার ভোট হবে ১০০০ ইউনিয়ন পরিষদে। এর মধ্যে ভোটার ২ কোটি ১৪ লাখ ৮ হাজার ২৭৮ জন। ভোটকেন্দ্র ১০ হাজার ১৫৯টি। ভোটকক্ষ থাকছে ৬১ হাজার ৮৩০টি।
এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫৬৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২ জন ও সাধারণ সদস্য ৩৩৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বাদ দিলে ভোটের লড়াইয়ে আছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। তাদের মধ্যে ৪ হাজার ৪০৯ জন চেয়ারম্যান পদে, ১১ হাজার ১০৫ জন সংরক্ষিত সদস্য পদে ও ৩৪ হাজার ৬৩২ জন সাধারণ সদস্য পদে লড়বেন।
প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এ পর্যন্ত ২১০টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে দুই হাজার ৫৪৩ জন। আর প্রাণ হারিয়েছে ৪০ জন। এমন পরিস্থিতিতে তৃতীয় ধাপের নির্বাচনেও উদ্বেগ বাড়ছে জনমনে।
পরিস্থিতি সামলে রাখতে নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। পাশাপাশি সব পক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে কঠোর অবস্থানে গেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। করণীয় নির্ধারণে দফায় দফায় বৈঠক করছেন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউপি নির্বাচনে প্রথম ধাপে তফশিল ঘোষণা করা হয় গত মার্চে। দ্বিতীয় ধাপে গত সেপ্টেম্বরে এবং তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করা হয় গত অক্টোবরে। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার ২৮ নভেম্বর। তবে এরই মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে। প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সহিংসতা ঘটছে। আর গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ৮ মাসে সারাদেশে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে ২১০টি। এতে আহত হয়েছেন দুই হাজার ৫৪৩ জন। প্রাণ হারিয়েছেন ৪০ জন। এর মধ্যে গত অক্টোবরে এক মাসেই নিহতের সংখ্যা ১০।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/183052/রাত-পোহালেই-তৃতীয়-ধাপের-ইউপি-নির্বাচন