নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী বহিস্কার
নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী বহিস্কার
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে তাদের সাময়িক বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফিংড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: লুৎফর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মো: মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শীবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: আবুল কালাম আজাদ, সদর উপজেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: গোলাম মোন্তফা বাবু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: সাইফুদ্দীন ইসলাম পলাশ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো: শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগরদাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান মালি এবং কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মনিররুল ইসলাম।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/180348/নৌকার-বিদ্রোহী-প্রার্থী-হওয়ায়-আ.লীগের-৯-নেতাকর্মী-বহিস্কার