মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশি
মালদ্বীপের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশি
মালদ্বীপের শীর্ষ ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারও তালিকাটি প্রকাশ করেছে কর্পোরেট মালদ্বীপ।
প্রবাস
প্রবাস ডেস্কমালদ্বীপের শীর্ষ ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারও তালিকাটি প্রকাশ করেছে কর্পোরেট মালদ্বীপ।
মঙ্গলবার মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে তালিকাভুক্ত ১০০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে গোল্ড ১০০ গালা বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রশংসা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আমীর, মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, দেশটির কর কমিশনার জেনারেল (মিরা) ফতুহুল্লা জামীল, চিফ অব স্টাফ ইউজেড আলী জহির, পিসিবি গোল্ড পার্টনার ভিডিওর মহাসচিব আহম্মেদ সিরাজ।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/181927/মালদ্বীপের-শীর্ষ-ব্যবসায়ীর-তালিকায়-বাংলাদেশি