শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

শাহজালালে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০ স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০ স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। 

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম। এবিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবেও জানান তিনি। 

এদিকে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176846/শাহজালালে-১০-কোটি-টাকা-মূল্যের-স্বর্ণের-বার-জব্দ