শুরুর বিপদ কাটিয়ে লড়াকু সংগ্রহ আফগানদের

শুরুর বিপদ কাটিয়ে লড়াকু সংগ্রহ আফগানদের

শুরুর বিপদ কাটিয়ে লড়াকু সংগ্রহ আফগানদের

নাইব ২৫ বলে ৩৫ আর নবি ৩২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইমাদ ওয়াসিম। ২৫ রানে ২টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল আফগানিস্তান। শুরুতে দলীয় ১৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। পরে ৭৬ রান তুলতেই ৬ উইকেট নেই রশিদ খানদের। কিন্তু দলটি যে আফগানিস্তান, ভয়ডরহীন ক্রিকেট যাদের রক্তে। কঠিন পরিস্থিতি থেকে দলকে দারুণভাবে লড়াইয়ে ফেরালেন মোহাম্মদ নবি আর গুলবাদিন নাইব।

এই দুই ব্যাটসম্যানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানের লড়াকু সংগ্রহ  করে আফগানরা। এখন পাকিস্তানের জিততে হলে করতে হবে ১৪৮ রান। সপ্তম উইকেটে মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব গড়েন ৪২ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

নাইব ২৫ বলে ৩৫ আর নবি ৩২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইমাদ ওয়াসিম। ২৫ রানে ২টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/179625/শুরুর-বিপদ-কাটিয়ে-লড়াকু-সংগ্রহ-আফগানদের