জয়পুরহাট জেলা জামায়াতের আমীরসহ ৪ নেতা আটক
জয়পুরহাট জেলা জামায়াতের আমীরসহ ৪ নেতা আটক
সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে জয়পুরহাটের কালাই পৌর শহর থেকে জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ চার শীর্ষ নেতাকে আটক...
বাংলাদেশ
জয়পুরহাট প্রতিনিধিসাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকালে জয়পুরহাটের কালাই পৌর শহর থেকে জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ চার শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে কালাই পৌর শহরের সোনালী ব্যাংক শাখার নিচতলার একটি দোকানে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নাশকতার পরিকল্পনার বৈঠক করছিলেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনছুর রহমান ও কালাই উপজেলার সাবেক নায়েবে আমীর নুরুজ্জামান সরকার।
কালাই থানার ওসি সেলিম মালিক জানান, কালাই পৌর শহরের সোনালী ব্যাংকের নীচতলায় এক জামায়াত কর্মীর দোকানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমণের লক্ষ্যে জামায়াত নেতারা গোপন বৈঠকে সমবেত হয়ে পরিকল্পনা করছেন- সোমবার বিকেলে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনছুর রহমান ও কালাই উপজেলার সাবেক নায়েবে আমীর নুরুজ্জামান সরকারকে আটক করা হয়।
পরে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179216/জয়পুরহাট-জেলা-জামায়াতের-আমীরসহ-৪-নেতা-আটক