চাঁপাইনবাবগঞ্জে মাহিন্দ্রা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে মাহিন্দ্রা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাহিন্দ্রা ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত...
বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাহিন্দ্রা ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রহনপুর পৌর এলাকার সুলতানা বেগম ও নওগাঁর ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের মেহেদী হাসান।
আহত নওগাঁর বদলগাছি উপজেলার ফারুককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেলিম রেজা জানান, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী একটি মাহিন্দ্রার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা রাস্তার পাশে উল্টে গিয়ে এর যাত্রীরা আহত হন।
স্থানীয় লোকজন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক সেলিম রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক্টরের চালককে আটক করা যায়নি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179742/চাঁপাইনবাবগঞ্জে-মাহিন্দ্রা-ট্রাক্টর-সংঘর্ষে-নিহত-২