দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। যার উৎপত্তিস্থল মায়ানমার বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177098/দেশের-বিভিন্ন-স্থানে-ভূকম্পন-অনুভূত