নারায়ণগঞ্জে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
নারায়ণগঞ্জে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী এলাকার মৃত ধনরঞ্জন বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫) মদ পান করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শুক্রবার মারা যান। মৃত গোবিন্দ বিশ্বাস পেশায় একজন নরসুন্দর।
গোবিন্দ বিশ্বাসের বোন পুস্পা রানী বিশ্বাস জানান, তার ভাই গোবিন্দ বিশ্বাস পূজায় বন্ধুদের নিয়ে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178888/নারায়ণগঞ্জে-অতিরিক্ত-মদপানে-যুবকের-মৃত্যু