হাতিয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
হাতিয়ায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
বাংলাদেশ
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলে তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আঠারোবেকী গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রিয়াজসহ তারা ৪ ভাই পাশের মেঘনা নদীতে একটি নৌকা করে বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য যায়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ বজ্রপাতে রিয়াজসহ সবাই আহত হন।
পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের শারীরিক অবস্থা ভালো আছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেলে রিয়াজ উদ্দিনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178093/হাতিয়ায়-বজ্রপাতে-১-জনের-মৃত্যু