বেতন স্কেল বাড়াতে যেসব শিক্ষকের তথ্য চেয়েছে সরকার

বেতন স্কেল বাড়াতে যেসব শিক্ষকের তথ্য চেয়েছে সরকার

বেতন স্কেল বাড়াতে যেসব শিক্ষকের তথ্য চেয়েছে সরকার

হিসাবরক্ষণ অফিসে শিক্ষকদের উন্নীত বেতন স্কেল আটকে থাকে। যেকারণে বিড়ম্বনায় পড়েন শিক্ষিকরা। এবার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

হিসাবরক্ষণ অফিসে শিক্ষকদের উন্নীত বেতন স্কেল আটকে থাকে। যেকারণে বিড়ম্বনায় পড়েন শিক্ষিকরা। এবার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে প্রাথমিকের প্রধান শিক্ষকদের তথ্যও চাওয়া হয়েছে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে আগামী ৭ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়।  

অফিস আদেশে বলা হয়, প্রায়শই দেখা যায় হিসাবরক্ষণ অফিস যথাসময়ে প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ না হওয়ার কারণে বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ধরনের কার্যক্রম মোটেও গ্রহণযোগ্য নয়।

অফিস আদেশে জেলা শিক্ষা অফিসারদের নিজ নিজ জেলায় কতটি কেস আছে তার তথ্য আগামী ৭ নভেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশ দেয়া হয়।

নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার নাম, প্রধান শিক্ষকের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হয়নি এমন কেসের সংখ্যা পাঠাতে বলা হয়।

বাংলাদেশ জার্নাল/একে/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179223/বেতন-স্কেল-বাড়াতে-যেসব-শিক্ষকের-তথ্য-চেয়েছে-সরকার