ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
এখনও প্রত্যয়ের অপেক্ষা, তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

এখনও প্রত্যয়ের অপেক্ষা, তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

এখনও প্রত্যয়ের অপেক্ষা, তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু...

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ​আজ শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে এ উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাকি যানবাহন উদ্ধারে সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

এদিকে ২৫০ টন উদ্ধার সক্ষমতার উদ্ধাকরী জাহাজ প্রত্যয় এখনও পাটুরিয়ায় এসে পৌঁছায়নি। ফলে ডুবে যাওয়া ফেরি আমানত শাহও দুই দিনে উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আগের দিন বুধবার একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়।

এর আগে ২৭ অক্টোবর (বুধবার) সকালের দিকে যানবাহনসহ ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। সেখানে ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

আরও পড়ুন- পাটুরিয়ায় ফেরিডুবি: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179554/এখনও-প্রত্যয়ের-অপেক্ষা-তৃতীয়-দিনের-উদ্ধার-অভিযান-শুরু