বিকালে বুয়েটের ভর্তি পরীক্ষার ফল, সন্ধ্যায় আত্মহত্যা
বিকালে বুয়েটের ভর্তি পরীক্ষার ফল, সন্ধ্যায় আত্মহত্যা
বুয়েটে ভর্তি পরীক্ষায় ফেল করে ময়মনসিংহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়া কর (১৮) নামের এক শিক্ষার্থী...
বাংলাদেশ
ময়মনসিংহ প্রতিনিধিবুয়েটে ভর্তি পরীক্ষায় ফেল করে ময়মনসিংহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিয়া কর (১৮) নামের এক শিক্ষার্থী। নগরীর বাঘমারা এলাকার চিত্ত করের মেয়ে নিহত রিয়া কর।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসা ভাড়া নিয়ে দুই মাস যাবৎ বুয়েটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়া কর। মঙ্গলবার বিকেলে ফলাফলে দেখা যায় অকৃতকার্য হন রিয়া। এরপর সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে প্রবেশ করে রিয়াকে ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পান পরিবার ও স্থানীয়রা। তাকে দ্রুত নামিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179318/বিকালে-বুয়েটের-ভর্তি-পরীক্ষার-ফল-সন্ধ্যায়-আত্মহত্যা