বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন
বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন
রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি সাততলা ভবনের নিচতলায় ফার্নিচারের গোডাউন ও পাশে কেমিক্যালের গুদামে আগুন লেগেছে...
বাংলাদেশ
নিজস্বন প্রতিবেদকরাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি সাততলা ভবনের নিচতলায় ফার্নিচারের গোডাউন ও পাশে কেমিক্যালের গুদামে আগুন লেগেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত প্রায় ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি পুলিশ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবদুল হালিম জানান, নিচতলাতে ছিল থিনার আর দোতলায় সোফা তৈরির কাপড় ছিল। দোতলায় মালামাল সাজিয়ে রাখলেও দোকানটি এখনও চালু হয়নি। আর তৃতীয় তলাতে এখনও ডেকোরেশনের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিচতলায় আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে যাওয়া মার্কেটের পাশের দোকানের মালিক রাব্বি হাসান বলেন, রাত পৌনে ১০টায় দোকান বন্ধ করেছি। এসময় ওই দোকানের ম্যানেজারও দোকান বন্ধ করছিলেন। ঠিক সেই মুহূর্তে দোকানের একদম ভেতর আগুন দেখতে পান তিনি।
কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178995/বাড্ডায়-ফার্নিচার-গোডাউনে-আগুন