-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
চমেকে সংঘর্ষ : ১৬ জনের বিরুদ্ধে মামলা

চমেকে সংঘর্ষ : ১৬ জনের বিরুদ্ধে মামলা

চমেকে সংঘর্ষ : ১৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের...

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন চমেকের ৫ম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় তৌফিকুর রহমান নামে এক শিক্ষার্থী থানায় মামলা করেছেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।

তবে তিনি আসামিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

এর আগে শনিবার দুপুরের দিকে মারামারির ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এরপর সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় মেডিকেল কলেজ প্রশাসন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় শনিবার সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এতে মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০) নামের তিনজন আহত হন।

এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179744/চমেকে-সংঘর্ষ--১৬-জনের-বিরুদ্ধে-মামলা