বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকহারে কমল
বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকহারে কমল
করোনায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি...
আন্তর্জাতিক ডেস্কবিশ্বজুড়ে করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যহারে কমেছে। সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৮২ জন। এছাড়া নতুন আক্রান্ত মানুষের সংখ্যা নেমেছে প্রায় ৩ লাখে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ১৫ হাজার ৮৪৭ জনে।
দেখা যায়, বিশ্বে করোনায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এছাড়াও ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৯ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৪৯২ জনে।
এদিকে গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রয়েছে রাশিয়ায়। এছাড়া সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/176642/বিশ্বে-সংক্রমণ-ও-মৃত্যুর-হার-ব্যাপকহারে-কমল